ইউরোপের অজ্ঞতা २s এই পথে কোন কোন ভারতীয় রাজদূত রোমক সাম্রাজ্যের রাজধানী পৰ্য্যন্ত গমন করিয়াছিলেন । এসিয়া ও ইউরোপের মধ্যস্থলে অবস্থিত হইয়া, মিশর দেশ ভারতীয় পণ্যদ্রব্যের প্রধান পণ্যশালা বলিয়া বিখ্যাত হইয়া উঠিয়াছিল। ভূমধ্যসাগর হইতে আটলান্টিক মহাসাগরে গমনাগমনের পথ সুপরিচিত ছিল। সেই পথে রোমক সাম্রাজ্যের অভু্যদয়কালে বিলাসলোলুপ রোমান নাগরিকগণের রসনাতৃপ্তিদায়ক গুগলিশুক্তি ইংলণ্ড হইতে আনীত হইত। কিন্তু আটলাণ্টিক মহাসাগরের পশ্চিমে বা দক্ষিণে কেবল অনন্ত জলরাশি দিগ্ধ লয়ে বিলীন হইয়া, সে পথে অধিক দূর অগ্রসর হইবার জন্য কাহাকেও প্রলুব্ধ করিত না । সেই এক দিন, আর এই এক দিন । এ দিনের বালকবৃন্দ ও সে দিনের ইউরোপীয় জ্ঞানবৃদ্ধ পণ্ডিতবর্গের এই আকারণ বিভীষিকা ও অসঙ্গত অজ্ঞতার কাহিনী পাঠ করিতে বসিয়া, হাস্যসংবরণ করিতে পারে না । তথাপি পাঁচ শত বৎসর পূৰ্ব্বে, ইউরোপের অবস্থা এইরূপ শোচনীয় ছিল । ইউরোপের ইতিহাসই তাহার সাক্ষী । * খৃষ্টীয় চতুৰ্দশ শতাব্দীর পর্য্যটকরাজ ইবন বতোতার নাম বঙ্গসাহিত্যে সুপরিচিত হইয়াছে। তিনি চতুৰ্ব্বিংশতি বৎসর এসিয়া ও আফ্রিকার নানা স্থানে ভ্ৰমণ করিয়া, যে সকল বিবরণ সঙ্কলিত করিয়া
- বিগত পাঁচ শত বৎসরের পৃথিবীর ইতিহাসের সহিত ভারতবর্ষের নাম চিরEDDBB DBDS BBDBDLL SS S SDDBDBBB KBBDL SDDDD BBBDD DLDB D gDBDBBDD0S *H*N 2 TE JICH (* 3HfKIEJ ॐशिंद्भ যথেষ্ট পরিচয় 89 श्8?" या ! હરેં. সকল পুরাতন প্রমাণের সংগ্রহ ও সমালোচনা করিয়া সুবিখ্যাত ঐতিহাসিক সুর ডবলিউ হাণ্টার বুটশ ভারতের ঘোঁ সুবিস্তৃত ইতিহাস রচনায় প্রবৃত্ত হইয়াছিলেন, তাহার সুচনামাত্র প্রকাশিত হইতে না হইতেই, ঐতিহাসিকের নশ্বর জীবন নি:শেষ হইয়া গিয়াছে। তথাপি তঁাহার সংকল্পিত সুবৃহৎ গ্রন্থের যে অত্যন্ত্রাংশমাত্ৰ প্ৰকাশিত হইয়াছে, তাহাতেই তেঁাহার নাম ভারতবর্ষে চিরস্মরণীয় হইবে । ভারতবর্ষের আধুনিক YBtBBgDD DDBBDSDYBD BDLL DBBDBB DBDD BBDDSDBBDD BBBDDDD হাণ্টারের নিকট কৃতজ্ঞহৃদয়ে ঋণ-স্বীকার করিতে হইবে ।