ভারতবর্ষের বাণিজ্য-প্ৰভাব ve আধিপত্য বিস্তৃত হইয়া, ধৰ্ম্মে, আচার-ব্যবহারে, ভাষায় ও সাহিত্যে, অদ্যাপি মুসলমানের বিজয়ঘোষণা করিতেছে। পুরাতন জলবাণিজ্যপথে মুসলমানের আধিপত্য প্রবল হইলে, মুসলমানাধিকৃত মিশর ভারতবাণিজ্যে সমৃদ্ধ হইয়া উঠিতে লাগিল। সে পথে খৃষ্টান-ইউরোপের অগ্রসর হইবার আশা তিরোহিত হইয়া গেল । ভূমধ্যসাগর ও লোহিত্যসাগরের মধ্যে যে সংকীর্ণ স্থলভাগ অতিক্রম করিয়া ভারতীয় পণ্যদ্রব্য ইউরোপে আনীত হইত, তাহা মুসলমানের অধিকারভুক্ত হইবার পর, খৃষ্টান-ইউরোপের পক্ষে পুরাতন জলবাণিজ্যপথের প্রধান প্রবেশদ্বার অবরুদ্ধ হইয়া গেল। ভূমধ্যসাগরে ইসলামশক্তি পারস্ফুট হইয়া উঠিতে লাগিল। স্থলপথের ন্যায় জলপথেও, প্রাচ্যএসিয়া প্ৰতীচ্য-ইউরোপকে পদে পদে অপদস্থ করিয়া, এসিয়ার বিজয়গৌরবে ইউরোপকে অবসন্ন করিবার উপক্ৰম করিল ! এই সঙ্কট-কাল ইউরোপের ইতিহাসের প্রধান পরীক্ষা-কাল । এই সময়ে অপদস্থ হইয়া, ইউরোপ অধ্যবসায়হীন অবসয় অবস্থায় আপন দুৰ্ভাগ্যকে চিরসহচর করিয়া উদ্যম-প্ৰয়োগে অসম্মত হইলে, ইউরোপের ইতিহাস ভিন্ন ভাবে লিখিত হইত। ;-ভারতবর্ষের ইতিহাসও ভিন্ন মুক্তি গ্ৰহণ করিত । ইউরোপ কঠিন পরীক্ষায় নিপতিত হইয়াও, লক্ষ্যচ্যুত হয় নাই। তাঁহাই ইউরোপের আধুনিক অভু্যদয়ের প্রধান কারণ। sD BBBLD DDTDBBkEED DDBDS DBK mDBSDBBD SDBBD DBBD আলোচিত হওয়া আবশ্যক। গ্ৰীসের জ্ঞান-গৌরব ও রোমের রাজশক্তি এক সময়ে ইউরোপকে সমুন্নত করিবার আয়োজন করিলেও, সে আয়োজন সৰ্ব্বাংশে সফল হয় নাই। প্ৰধান প্রধান মহানগর ভিন্ন, সমগ্ৰ দেশ সে পুরাতন সভ্যতার ফললাভ করিতে সমর্থ হয় নাই। * যাহারা What we call Greeks and Romans are chiefly the citizens of Athens and Rome.-Max Muller's India, what can it teatch us P. 2I.
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।