পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মোন্মাদ W33 লাম শক্তির বিরুদ্ধে ধৰ্ম্মযুদ্ধ ঘোষণা করিয়া, স্বধৰ্ম্মনিষ্ঠ খৃষ্টানগণকে নিয়ত উত্তেজিত করিতেন । তাহাতে ইউরোপের সকল দেশেই বহুসংখ্যক ধৰ্ম্মবীর মুসলমানের সহিত সমর-কলহে লিপ্ত হইয়াছিলেন। তঁহারা নানা দেশ হইতে নানা পথে খৃষ্টজন্মভূমির উদ্ধারসাধনাৰ্থ সমরক্ষেত্রে মিলিত হইবার জন্য যখন যুদ্ধযাত্ৰা করিতেন, বা যুদ্ধান্তে স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিতেন, তখন ইউরোপীয় জনসমাজ তাহাদিগকে ধৰ্ম্মবীর-রূপেই পূজা করিতে ধাবিত হইত। এই সকল ধৰ্ম্মবীরদিগের মধ্যে পর্তুগালের ধৰ্ম্মবীরগণ বিশেষ সমরনৈপুণ্য লাভ করিয়া, ইউরোপের সকল দেশেই বিখ্যাত হইয়া উঠিয়াছিলেন। তঁহাদিগের ইসলাম-বিদ্বেষ সৰ্ব্বাপেক্ষা প্রবল হইয়াছিল ; কারণ, তঁহাদের ধৰ্ম্মোন্মাদ স্বদেশপ্রীতির সহিত জড়িত হইয়া গিয়াছিল। যেখানে মুসলমান, সেইখানেই পর্তুগালের ধৰ্ম্মবীরগণ অসিহস্তে ধাবিত হইবার জন্য লালায়িত ; মুসলমান-নিপাত-সাধনই যেন তাহাদিগের ধৰ্ম্মজীবনের সৰ্ব্বারাধ্য মূলমন্ত্র হইয়া উঠিয়াছিল! তঁহাদের ধৰ্ম্মোন্মাদের পুরাকাহিনীর কীৰ্ত্তন করিতে হইলে, আধুনিক ইতিহাসলেখকবৰ্গও ইহার উল্লেখ করিয়া থাকেন ?" পর্তুগালের স্বদেশবৎসল সুবিখ্যাত ইতিহাস-লেখক পর্তুগালের রাজ্যস্থাপন ও রাজ্যবিস্তারের মূল কারণ বিবৃত করিবার সময়ে স্পষ্টাক্ষরেই লিখিয়া গিয়াছেন,- “যাহারা ধৰ্ম্মার্থ আত্মোৎসর্গ করিয়াছিলেন, তঁহাদিগের পবিত্র শোণিতেই রাজ্যস্থাপন ও রাজ্যবিস্তার সুসম্পন্ন হইয়াছিল।” মুসলমান In the stern school of adversity the latent energies of the race had teen gradually developed. Religion, or rather religious fanaticism was the inspiring principle, the very main-spring of every movernent, of every heroic exploit. Their wars were rather Crusades than patriotic struggles. They fought the Moor rather as an enemy to the faith, than as the invader of their country.-Pyriaguese Di toweries by Aret. Alear. G. D. IO” Orsay. 19. D. it "The Kingdom was founded in the blood of Martyrs and by Martyrs was spread over the globe."-De Barros.