আত্মোৎসর্গ 89 সহিত যুদ্ধ করিতেন ; রাজকুমার হেনরীর জননী ইংলণ্ডের রাজবংশে জন্মগ্রহণ করিয়াছিলেন ;-এই সকল পুরাতত্ত্বের উল্লেখে পৰ্ত্ত গালের অভু্যদয়ের মূলে ইংলণ্ডের প্রবল প্রভাব আবিষ্কার করিবার জন্য যাহারা ইতিহাস রচনা করিতেছেন, তঁাহারা ইংরাজ । ইহাতে তঁহাদের স্বদেশ-প্রীতি আভি ব্যক্ত হইলেও, ঐতিহাসিক বিচার-বুদ্ধির প্রাখৰ্য্য অভিব্যক্তি হইতেছে বলিয়া বোধ হয় না । * পর্তুগাল ক্ষুদ্র হইলেও, তাহার ক্ষুদ্রতার মধ্যেই প্রবল শক্তি-বীজ গুপ্তভাবে বৰ্ত্তমান ছিল । ইউরোপের অন্যান্য প্রদেশে কেবল ধৰ্ম্মেন্মাদ প্রবল হইয়া উঠিয়াছিল ; পর্তুগালের ধৰ্ম্মোন্মাদের সহিত স্বদেশপ্রীতিও মিলিত হইয়াছিল। পৰ্ত্ত গ্রালের স্বদেশ-বৎসল ইতিহাসলেখকের মতে ধৰ্ম্মবীরগণের আত্মোৎসর্গই পর্তুগালের অভু্যদয়ের ঐতিহাসিক মূল-সূত্র। তাহা কেবল অপরাজিত অধ্যবসায়ের বিজয়-কাহিনী { পর্তুগালের আধুনিক অভুদয়-কাহিনী যত সংক্ষেপে ও সরলভাবে কীৰ্ত্তিত হইয়া আদিতেছে, প্রকৃত অভু্যদয় তত সংক্ষেপে বা সরলভাবে সাধিত হইতে পারে নাই। তাহার জন্য আলফানসো নামধেয় তিন জন নল্পপতি দীর্ঘকাল কেবল পূৰ্ব্ব-সুচনার সুত্রপাত করিয়াই জীবন-বিসর্জন করিয়াছিলেন । সাঙ্কো ও ডিনিজ নামধেয় নরপালদ্বয়ের শাসন-কাল কৃষিশিল্প বাণিজ্যের সমুন্নতিসাধন-চেষ্টায় অতিবাহিত হইয়া গিয়াছিল। চতুর্থ
- The English alliance formed the key-stone of the policy of John thc Great. The friendship of Portugal and England had, indeed, been of slow and solid growth. Towards the close of the twelfth century a body of London crusaders halted on their way to the Holy Land to help the Portueguse against the Moors. The end of the thirteenth and beginning of the fourteenth centuries found King IDiniz “The Labourer" in close correspondence with our Edwards I. and II, &c. &c.--Str S. Hunter's listory of Britisk. /ndia, vol. A. 53,