भाठा ७ श्रृत्यु 8 পরিচিত করিয়া তুলিয়াছিল। এই নরপতি। ১৩৮৫ হইতে ১৪৩৩ খৃষ্টাব্দ পৰ্যন্ত পর্তুগালের রাজসিংহাসন অলঙ্কত করিয়াছিলেন। তিনি যখন সিংহাসনে পদাৰ্পণ করেন, তখন তঁহার তরুণ জীবন । তখন ইংলেণ্ডেশ্বর তৃতীয় এডওয়ার্ডের সুযোগ্য পুত্ৰ জন-অবং ঘণ্ট ইউরোপে সুপরিচিত হইয়াছিলেন। তিনি স্পেনদেশের রাজকুমারীর পাণিগ্রহণ করিলেও, স্পেন-পর্তুগালের গৃহকলহে পর্তুগালের পক্ষাবলম্বী হইয়াছিলেন। সে কলহের অবসানে জন-দি-গ্রেট পর্তুগালের সিংহাসনে আরোহণ করিলে, জনূ-অব-ঘণ্টের দুহিতার সহিত তাহার পরিণয়-সম্বন্ধ সংস্থাপিত হইয়াছিল। ইংলণ্ডীয় রাজকুমার ১৩৮৬ খৃষ্টাব্দে দুহিতৃদ্বয় সমভিব্যাহারে পর্তুগালে উপনীত হইয়া, কন্যাদানের জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। স্পেন পর্তুগালের অধীশ্বরদ্বয় তাহার জামাতৃদ্বয় বলিয়া মনোনীত হইবামাত্র, শুভবিবাহ সুসম্পন্ন হইয়া গেল। এই বিবাহ-সুত্রে স্পেন-পৰ্ত্তগালের গৃহকলহের পুরাতন সূত্র ছিন্ন হইয়া গেল। যে বৃটিনরাজকুমারী পর্তুগালের রাজমহিষী হইলেন, তাহার নাম ফিলিপা। তিনি রূপে গুণে রাজলক্ষ্মী বলিয়াই ইতিহাসে উল্লিখিত । তঁহার ধৰ্ম্মজীবন আড়ৎ স্বামশুন্য আত্মত্যাগের জন্যই সুবিখ্যাত । তিনি রাজমহিষী হইয়াও ব্ৰহ্মচারিণীর ন্যায় নিয়ন্ত ধৰ্ম্ম কৰ্ম্মেই জীবন-যাপন করিতেন । ইতিহাসবিখ্যাত রাজকুমার হেনরী হঁহারই পঞ্চম পুত্র। তিনি সৰ্ব্বাংশে জননীর ধৰ্ম্মজীবনের আত্মত্যাগপ্রবৃত্তির উত্তরাধিকারী হইয়া, তরুণ জীবনে চিরকুমারব্রত গ্ৰহণ করিয়া, স্বদেশের ও স্বধৰ্ম্মের সেবায় সম্পূর্ণরূপে আত্মোৎসর্গ করিয়াছিলেন। ইহাই আধুনিক ইউরোপের নবজীবনদাতার জন্মের ও বাল্যকাহিনীর সংক্ষিপ্ত ইতিহাস ।
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।