পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b’ ফিরিঙ্গি বণিক স্থান হইতে বাণিজ্য-ব্যাপারে ধনাহরণ করিত । হেনরী সন্ন্যাস গ্ৰহণ করিয়া, সেই সকল স্থানে যাতায়াতের জলপথ আবিস্কৃত করিবার জন্য বদ্ধপরিকর হইলেন । তঁহার বাল্যশিক্ষা তাহাকে গণিত-বিজ্ঞানের অনুঠুক্ত করিয়া, তাহাকে এই কাৰ্য্য সুসম্পন্ন করিবার সামর্থ্যদান করিয়াছিল। সন্ন্যাসী সে সামর্থ্য স্বদেশ-সেবায় উৎসর্গ করিয়া দিলেন । তিনি রাজকোষ হইতে যে বৃত্তি লাভ করিলেন, তাহা এই কাৰ্য্যের श्शङ ञं कळि ! খৃষ্টধৰ্ম্ম প্রচারিত হইবার পূৰ্ব্বে ইউরোপের “দ্রুইদ”-পুরোহিতগণ জনসাধারণের শ্রদ্ধা আকর্ষণ করিবার আশায় নানা অলৌকিক শক্তির পরিচয় প্ৰদান করিবার চেষ্টা করিতেন । অশিক্ষিত জনসাধারণ পুরোহিতবর্গের কোন কাহিনীতেই অনাস্থা প্ৰদৰ্শন করিত না । “সেণ্টভিনসেন্ট” নামক পৰ্ত্ত গালের বিশ্ববিখ্যাত অন্তরীপ পুরোহিতগণের পবিত্র সাধনক্ষেত্ৰ বলিয়া পরিচিত ছিল । তথায় তাহাদিগের মন্দিরে প্রতি রজনীতে দেবতাদিগের সমাগত হইবার কথা জনসাধারণ নিরতিশয় শ্ৰদ্ধার সহিত শ্রবণ করিত,--সৰ্ব্বাস্তঃকরণে বিশ্বাস করিতে কুষ্ঠিত হইত না ! খৃষ্টধৰ্ম্ম প্রচারিত হইবার পরেও এই পুণ্যক্ষেত্র অলৌকিক শক্তিলাভের সাধনক্ষেত্র বলিয়া সুপরিচিত ছিল । সন্ন্যাস গ্ৰহণ করাবার পর, রাজকুমার হেনরী এই পুরাতন পুণ্যক্ষেত্রেই আশ্রম সংস্থাপিত করিলেন। কি উদ্দেশ্যে হেনরী এই স্থান মনোনীত করিয়াছিলেন, তাহা সহজেই অনুমিত হইতে পারে । * a. In days long past, therc stood upon the sister head-land of St. Vincent, at about a league's distance, a circular Druidical temple, where, as Strabo tells us, the old lberians beleived that the Gods assembled at night, and from the ancient name of Sacrant Arvinentorinn, hence given to the entire promontary by thf, Ranians, Cape Sagres received its modern appelation. As may be imagined the motive for the Prince's choice could not have been an ordinary one-Major's “I’rince IIcnry, thc Navigator'p2.