পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মোৎসৰ্গ 8 আটলাণ্টিক মহাসাগরের অনন্ত নীলাম্বু-কল্লোল আশ্রমনিবাসী নবীন সন্ন্যাসীর কর্ণপুটে নিয়ত প্ৰতিধ্বনিত হইয়া, তাহাকে নিরস্তর মহাসাগরের রহস্তভেদ করিবার জন্য উৎসাহাযুক্ত করিত। তিনি আফ্রিকার পশ্চিমোপকূলের সন্ধানলাভার্থ জলযান নিৰ্ম্মাণে ব্যাপৃত হইয়া, অপরিজ্ঞাত সমুদ্রপথে পোতচালনা করিবার বৈজ্ঞানিক শিক্ষাবিস্তারের আয়োজন করিতে প্ৰবৃত্ত হইলেন । অল্পকালের মধ্যেই এই পুণ্যাশ্ৰম নৌবিদ্যালোচনার প্রধান পাঠশালায় পরিণত হইল । ইউরোপের নানাস্থানের প্রবীণ নাবিকগণ তথায় উপনীত হইয়া, অভিনব জ্ঞানলাভে সুশিক্ষিত হইয়া উঠিতে লাগিল। হেনরী ধৰ্ম্মবীর,-হেনরী সন্ন্যাসী, -হেনরী সুপরিচিত স্বদেশপ্রেমিক। তঁহার নিকট অভিনব জ্ঞান শিক্ষা করিতে কাহারও ইতস্ততঃ হইল না। পর্তুগালের জনসাধারণ এতদিনের পর সুদূর সমুদ্রপারের অজ্ঞাত রাজ্যের ধনাহরণ করিয়া সমৃদ্ধিলাভ করিবে,-চিরশত্রু মুসলমানকে পরাভূত করিয়া মুসলমান ধিকৃত বহুদেশে খৃষ্টধৰ্ম্ম প্রচারিত করিবার অবসরলাভ করিবে-এই আশার আলোকে পর্তুগালের রাজাপ্রজা সমভাবে প্রবুদ্ধ হইয়া উঠিলেন । * তখন পৰ্য্যস্ত পৰ্ত্ত গাল ভিন্ন অন্য কোনও খৃষ্টান রাজ্যের পক্ষে এই সকল সুযোগ উপস্থিত হইতে পারে নাই । সুতরাং ক্ষুদ্র হইয়াও, পৰ্ত্তগাল। এই দুষ্কর কাৰ্য্যের পথ-প্ৰদৰ্শক হইবার অবসরলাভ করিয়াছিল। - The var-like cilaracter of the population, the long range of coast bordered by fle unknown Atlantic, and the desire to avenge the thraddon under which their native land had gloaned, inspired the ortuguese with a desire to carry the war into the enemy's country, and to subdue the territory of the infidel to the Faith of the Cross.-Portuguese Discoveries, by Lev. Alex J. D, D' Orsey, B. D. p. 7-8. 8