পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

de ফিরিঙ্গি বণিক অদম্য উৎসাহ,-অপরাজিত অধ্যবসায়,--অসাধারণ আত্মত্যাগ,-ইহা ভিন্ন হেনরীর অন্য সম্বল অধিক ছিল না । যে সকল জলযান প্রচলিত ছিল, তাহা ক্ষুদ্রকায় ;- কেবল ক্ষে পণিবলে পরিচালিত হইত। যে সকল নাবিক বহুদশী বলিয়া অহঙ্কার প্রকাশ করিত, তাহারা কেবল তট-সংলগ্ন সমুদ্রজলের উপকূলপথে পোতচালনায়ু সিদ্ধহস্ত ;-ইহা ভিন্ন হেনরীর সম্মুখে অন্য কোনও উপকরণ বৰ্ত্তমান ছিল না। অবিজ্ঞাত নূতন দেশের আবিষ্কার-সাধনের জন্য সুদূর সমুদ্রপথে পোত-চালনা করিতে হইলে, দীর্ঘকালের জন্য অন্নজল সঞ্চিত করিতে হয় । সেকালের ক্ষুদ্র পোতে তাহার স্থান সংকুলান হইবার সম্ভাবনা ছিল না । কেবল পোতের আয়তন বদ্ধিত করিলে, তাহাকে ক্ষেপণিবলে চালিত করাও কঠিন হইয়া উঠিত । এই সকল বিস্ত্রবাধা হেনরীর নিকট এক সময়ে BDDuBuuuBB BBDDS SsOgBDDBD S DBBDDDSS DBDB S SYDDBD অধ্যবসায় অবসন্ন হয় নাই । তিনি বায়ুবলে পোত-চালনা করিবার শিক্ষাদান করিয়া, অর্ণবযানের আয়তন বৰ্দ্ধানের চেষ্টা করিতে প্ৰবৃত্ত হইলেন । সুদূর সমুদ্রপথে পোতচালনা করিতে হইলে, সকল সময়ে উপকূল-ভূমির প্রতি লক্ষ্য রাখিয়া, দিঙনিৰ্ণয় করিবার উপায় থাকে না । কখন কখন অনন্ত মহাসমুদ্রে পতিত হইয়া দিগভ্ৰান্ত হইতে হয়। হেনরী এই সকল অসুবিধা দূর করিবার জন্য যন্ত্রনিৰ্ম্মাণে ব্যাপৃত হইয়াছিলেন। একালের তুলনায় তাহা অসম্পূর্ণ ও অকিঞ্চিৎকর হইলেও, সেকালের নাবিকগণের পক্ষে তাহাই একমাত্ৰ সহায় বলিয়া পরিচিত হইয়া উঠিয়াছিল । এই সকল আয়োজন সুসম্পন্ন করিতে কত সময়, কত অর্থ, কত শ্রম ক্ষয়প্রাপ্ত হইতে লাগিল ; কিন্তু হেনরী তাহাতে ধৈৰ্য্যচু্যত হইলেন না ! সিদ্ধিলাভ কপ্রিবার জন্য দীর্ঘ কাল কত আয়োজন সম্পূর্ণ করিতে হইয়াছিল, তাহার বর্ণনা করিবার সময়ে কেহ কেহ লিখিয়া গিয়া