অৰ্থেল্মাদ R করিল। সম্ভোগলালসা বিবদ্ধিত হইয়া, জনসমাজের চিত্তবিকার উৎপাদিত, করিয়া দিল। অৰ্দ্ধশতাব্দী পূৰ্ব্বে যাহারা আত্মত্যাগে ভুবনবিখ্যাত হইয়া উঠিতেছিল, তাহারা দেখিতে না দেখিতে সম্ভোগের ক্রীতদাস হইয়া, ছলে স্থলে রুদ্রমূৰ্ত্তিতে বিচরণ করিতে আরম্ভ করিল। এই সময়ে হেনরীর সুশিক্ষিত নাবিকগণ সমস্ত ইউরোপে সুপরিচিত হহঁয়া উঠিয়ছিলেন । তাহদের জনৈক প্রধান পুরুষের কন্যার পাণিগ্ৰহণ করিয়া, স্বনামখ্যাত কলম্বস গোপনে হেনরীর নৌবিদ্যালয়ের মানচিত্রাদির সহিত সুপরিচিত হইয়া, পশ্চিম সমুদ্রপথে ভারতবর্ষে উপনীত হইবার জলপথ আবিষ্কৃত করিবার আশায় অশান্ত হইয়া উঠিয়াছিলেন। তঁহার বিশ্বাস হইয়াছিল,-পশ্চিম সমুদ্রপারেই ভারতবর্ষ । ইহা জনসমাজের নিকট বাতুলত বলিয়াই প্ৰতিভাত হইল। কলম্বসের সুযোগ্য পুত্র ফার্দিনন্দ লিখিয়া গিয়াছেন,-পৰ্তুগালে অবস্থান করিবার সময়েই তেঁহার পিতার মনে এই সংকল্প উদিত হইয়াছিল । * মার্কে। পোলো স্থলপথে পূৰ্ব্বাভিমুখে অগ্রসর হইয়া, চীনদেশে আসিয়া যুদ্রতীরে উপনীত হইয়াছিলেন। পর্তুগালে আসিয়া, স্থলভাগের শেষ এবং মহাসাগরের আরম্ভ লক্ষ্য কািরয়া, কলম্বাস ভাবিয়াছেন,-পৰ্ত্তগাল হইতে পশ্চিমাভিমুখে অগ্রসর হইতে পারলেই, প্ৰাচ্যরাজ্যে উপনীত হইতে পরিবেন। তিনি এই বিপদসংস্কুল সমুদ্রযাত্রার জন্য কৃতসঙ্কল্প হইয়া, পর্তুগালের অধীশ্বরের শরণাগত হইয়াছিলেন। দ্বিতীয় জেমস নামক নরপতি তথন পাওঁ, গালের রাজসিংহাসন অলঙ্কত করিতেছিলেন। তঁ। হার অমাত্যবৰ্গ দীর্ঘসূত্ৰী বলিয়া পরিচিত ছিলেন । তঁাহা ; কলম্বন্ধের প্রস্তাবকে বিজ্ঞানবিরুদ্ধ বাতুলতা বলিয়া প্রত্যাখ্যান h it was in l'ol tugal that thc Admiral began to suruise that if the Portuguese sailed so far South, one might also sail westwards, and find land in that din ection.
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।