পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उठङ्-ि ፪5S} পাঠান-শাসনে দিল্লীর অধীনতা অস্বীকার করিয়া স্বতন্ত্র হইয়া উঠিয়াছে। দক্ষিণাত্যেও হিন্দু-মুসলমানের কলহ-কোলাহলে পুরাতন রাজশক্তি শিথিল এবং বিবিধ অভিনব ক্ষুদ্র রাজ্য গঠিত হইয়াছে। এই সকল রাষ্ট্রবিপ্লবে ভারতবাণিজ্য ক্ষতিগ্ৰস্ত হইত না। স্থলপথের পরিবর্ভে অলপথে পণ্যদ্রব্য প্রেরিত হইত। বিপ্লব উপস্থিত হইলে, স্থলবাণিজ্য অপেক্ষা জলবাণিজ্য প্রবল হইয়া উঠিত। এইরূপ খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে জলবাণিজ্যের বিশেষ উন্নতি সাধিত হইয়াছিল ! পারস্য ও লোহিত সাগর অতিক্ৰম করিয়া, মিশর ও আরব দেশের বণিকৃগণ দলে দলে মালাবার-উপকূলে উপনীত হইয়া, ভারতীয় পণ্যদ্রব্য ক্রয় করিতেন । সমুদ্রপথে জলদসু্যর উপদ্রব ছিল না । এশিয়ার অধিবাসিগণ ধৰ্ম্মপথে থাকিয়াই অর্থে পাৰ্জন করিত । মালাবাবু-উপকুলের বাণিজ্য প্রধান বন্দরগুলি এইরূপে বহু জাতির আশ্রয়স্থল বলিয়া পরিচিত হইয়া উঠিয়াছিল । রাজা হিন্দু হইলেও, সৰ্ব্বধৰ্ম্মের সমাদর রক্ষা করিতেন । * লোকে নিরুদ্বেগে জীবনযাপন করিত । ঘাটগিরি প্রাচীরের ন্যায় দণ্ডায়মান থাকিয়া, উপকূলভাগকে মধ্য-দেশের সমরকলহ হইতে রক্ষা করত । ভাস্কো ডা গামা শাস্ত সুশীল প্রাচ্য বণিকের ন্যায়। ভারত যাত্ৰা করেন। নাই । + তিনি ফিরিঙ্গি বণিক। তঁহার ধৰ্ম্মনীতি এসিয়ার ধৰ্ম্মনীতি অপেক্ষা পৃথক । সমগ্ৰ ভারতবর্ষ তাহার রাজ্য-তিনি সে দেশের রাজার রাজা । তিনি অজ্ঞানান্ধ নরনারীর পরিত্রাণের মুক্তিমন্ত্রদাতা । a Dr. Hunter states that at the time the Malabar chiefs were tolerant of the religions of the many nations who traded at their ports.--Riaz-tus-Salat cen, Notes. t The Riaz account would however slew that the provocation came from the side of Purtuguese, who came with a crusading spirit.-Ibid.