কালিকট অগ্রসর হইবে, কেহ কখনও হিংসাদ্বেষ প্ৰজ্বলিত করিয়া মালাবারের শান্তিকুটির ভস্মসাৎ করিবে,- এরূপ ‘আশঙ্কা কদাচ রাজমস্তিষ্কে প্রবিষ্ট হয় নাই। পুরাকাল হইতে কত বিদেশের বণিক আসিয়া বাণিজ্যব্যাপারে লিপ্ত হইয়াছে, কেহ কখনও স্বপ্নেও কালিকটের রাজার সহিত কলহ উপস্থিত করে নাই। রাজা এই সকল কারণে রাজ্যরক্ষার্থ বহুসংখ্যক সৈন্য পালন করিতেন না। * সুতরাং পর্তুগালের পক্ষে এরূপ অরক্ষিত ক্ষুদ্র রাজ্যের ক্ষুদ্র নরপতিকে বাহুবলে পরাজিত कद्रिबांद्र नष्ठांदन। छिल । ভাঙ্কো ডা গামা যখন ভারতবর্ষে উপনীত হইলেন, তখন ভারতবাণিজ্যের এইরূপ অসহায় অবস্থার সন্ধানলাভ করিয়া নিরতিশয় উৎফুল্ল হইয়া উঠিলেন। রাজ্যজয়, বাণিজ্যবিস্তার ও ধৰ্ম্মপ্রচার একত্ৰ সুসম্পন্ন করিবার উপযুক্ত ক্ষেত্রের সন্ধানলাভ করিয়া, ফিরিঙ্গি বণিক তস্করের ন্যায়। ভারতবর্ষের পুণ্যভূমিতে প্ৰথম পদক্ষেপ করিলেন। + যে দেশে সকল জাতির ও সকল ধৰ্ম্মের তুল্যরূপ সমাদর প্রতিষ্ঠিত ছিল, সে দেশের পক্ষে তাহা গুণ হইয়াও দোষের আকর হইয়া উঠিল! যাহা ছিল না, ফিরিঙ্গি বণিকের আগমনে তাহাই প্ৰজ্বলিত হইয়া উঠিল ; তাহা নির্বাপিত করিবার শক্তি না থাকায়, রাজা ও রাজ্য দগ্ধ হইয়া গেল। সেই “তালীবনরাজিনীলা” ভারতসাগরবেলা যদি প্ৰতি দিবসের ঘটনাবলী লিপিবদ্ধ করিয়া রাখিত, তবে সভ্যসমাজ স্পষ্টাক্ষরে দেখিতে s They themselves never wished for conquest. They simply wished to be left alone and to be allowed to work out their view of ife.-Max Muller. + The love of conquest, the thirst for gold, the flattering hope of personal or political aggrandisement influenced the early Portuguese adventurers to such an extent that all restraint on their passions and conduct was abandoned,-Prrtuguese Discoveries.
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।