পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

try ফিরিঙ্গি বণিক পর্তুগালের করতলগত হইয়াছে বলিয়া রাজা প্ৰজা সকলেই আনন্দে অধীর হইয়া উঠিলেন। ভারত যাত্রার জন্য যাহা কিছু ব্যয় হইয়াছিল, পণ্যবিক্রয়ে তাহার যাটগুণ লাভ হইল ! এত লাভের কথা কেহ কখন স্বপ্নেও কল্পনা করিতে সাহস করে নাই । সমগ্ৰ ইউরোপ যেন সাহস পুলকিত হইয়া উঠিল ; ভারতভূমি যে রত্ন প্ৰসবিনী, তাহাতে আর কাহারও সন্দেহ রহিল না । ভাস্কো ডা গামা বিবিধ রাজপ্ৰসাদ ও সম্মানসুচক উপাধি লাভ করিলেন। রাজা প্ৰজা সকলে মিলিয়া পুনরায় ভারত-যাত্রার আয়োজন করিবার জন্য লালায়িত হইয়া উঠিলেন । পোপের শাসনপত্রে ভারত-যাত্রার নবাবিদ্রুত জলপথে কেবল পর্তু গালেরই অধিকার প্রতিষ্ঠিত হইল। তখন পর্তুগাল হইতে পণ্য ক্রযের জন্য নানা দেশের বণিশ্বৰ্গ পর্তুগালে উপনীত হইয়া, পর্তুগালকে ইউরোপীয় বাণিজ্যের কেন্দ্ৰস্থলে পরিণত করিল। ভারতবর্ষ কোথায়, ভারতবর্ষ কিরূপ দেশ,- সে কথা অার কাহারও অপবিজ্ঞাত রুঠিল। না । সমগ্ৰ ইউরোপে কেবল ভারতবর্ষের কথাই আলোচিত হইতে লাগিল । স্পর্শমণির স্পৰ্শলাভে লৌহখণ্ড সুবর্ণখণ্ডে পরিণত হয় ;-ভারতবর্ষকে স্পর্শ করিয়া, পর্তুগালের ক্ষুদ্র রাজ্য ইউরোপীয় সমাজে বৃহৎ বলিয়াই প্ৰতিভাত হইল ! বাণিজ্য লুব্ধ নাগরিকগণ অভিনব রত্নখনির সন্ধান প্রাপ্ত হইলেন ; ধৰ্ম্মান্ধ খৃষ্টানগণ মুসলমান-দলনের অভিনব যুদ্ধক্ষেত্র সম্মুখে বৰ্ত্তমান দেখিয়া, ধৰ্ম্মপ্রচারের জন্য তরবারি শাণিত করিতে লাগিলেন ! * Here indeed was the Eart of Man's dreams, -a and of gold and sliver, of spices and silks, pearls and diamonds.--' arrns Portugal This was a prize worth fighting for