পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ The eyes of the \lalabar Princes were at length opened. Tp to this time they had seen in their visitors only men urged by the desire of wealth, and anxious to gratify it it trading with India. Experience tore away the veil, and exposed the secret achincry of Portuguese policy.-Í'irt' 'ghe sa Ceimiu,' sts in Í ndia. r উত্তমাশা অন্তরীপ অতিক্ৰম করিয়া, ইউরোপ হইতে ভারতবর্ষে গমনাগমন করিবার অভিনব জলপথ আবিষ্কৃত হইবামাত্র, পৰ্ত্ত, গালের অধীশ্বর ‘ইথিওপিয়া, আরোধিয়া, পারসিয়া ও ইণ্ডিয়ার বিজয়বিধাতা।” এই অভিনব উপাধি গ্ৰহণ করিলেন ! * পোপ এই উপাধি প্ৰদান করায়, পৰ্ত্ত গাল-ব্লাজের ভারত-বিজয়ের অদ্বিতীয় অধিকার সাৰ্ব্বত্র স্বীকৃত হইল। পর্তুগালের অধীশ্বর এইরূপে অধিকার লাভ করিয়া, ভারত-বিজয়ের আয়োজন করিতে প্ৰবৃত্ত হইলেন। ১৫০০ খৃষ্টাব্দে ত্রয়োদশ অর্ণবপোত সজ্জীভূত হইল। তাহাতে গোলা, বারুদ ও কামান উত্তোলিত হইল। যাহারা সুধিখ্যাত নাধিক,-সুশিক্ষিত সৈনিক,-তাহারাই ভারত-যাত্রার জন্য নিৰ্ব্বাচিত হইল । খৃষ্টধৰ্ম্মপ্রচারের জন্য সপ্তদশ ধৰ্ম্মপ্রচারক সজীভূত হইলেন। পিন্দ্র, আলভারেজ কেবােরাল এই নৌ-বাহিনীর অধিপতি হইয়া ভারত-যাত্রায় বহির্গত হইলেন। ৮ই মার্চ ১২০ • আরোহী লইয়া ত্ৰয়োদশ অর্ণবপোত যখন বিজয়-যাত্রার জন্য প্ৰস্তুত হইল, তখন পর্তুগালের অধীশ্বর স্বহস্তে নৌসেনাপতির হস্তে এক মন্ত্রপূত বিজয়পতাকা সমৰ্পণ করিয়া, তাহাকে বুঝাইয়া দিলেন,-“ধৰ্ম্মপ্রচারকগণ যে

  • Lord of the Conquest, Navigation and Commerce of Ethiepia, Arabia, Persia and India.-Danier's orial guese in India. Tol. I. 9.