so ফিরিঙ্গি বণিক সুসমাচার প্রচার করিবেন, তাহা গ্ৰহণ না করিলে, বিধাৰ্ম্মিগণকে নিহত করিতে হইবে ।” * খৃষ্টধৰ্ম্ম-প্রচারের এরূপ অমোঘ উপায় র্যহাদের ইতিহাস চিরকলঙ্কিত করিয়া রাখিয়াছে, তঁাহারা কিরূপ নিষ্ঠুর প্রকৃতির পরিচয় প্রদান করিয়াছিলেন, ভারতবর্ষের ইতিহাসে তাহার দুষ্টান্তের অভাব নাই। স্যার উইলিয়াম হণ্টার ভারতবর্ষের ইতিহাস-সংকলন করিবার সময়ে পর্তুগাল-রাজের এই নিষ্ঠর রাজা জ্ঞার উল্লেখ করেন নাই! পর্তুগালের ইতিহাস-লেখকগণ সগৰ্ব্বে ইহার উল্লেখ করিয়া গিয়াছেন । খৃষ্টধৰ্ম্ম-প্রচারকগণও ইহার উল্লেখ করিতে বিস্মৃতি হন নাই ! আফ্রিকার পশ্চিমতটের নিকট দিয়া দক্ষিণাভিমুখে পোতচালনা করিবার সময়ে, বন্ধটিকাবেগে পোতসকল পথভ্ৰষ্ট হইয়া, অন্য পথে ধাবিত হইতে লাগিল। এই আকস্মিক দুর্ঘটনাই পর্তুগালের পক্ষে এক নূতন সৌভাগ্যলাভের কারণ হইয়া উঠিল । এপ্রিল মাসের শেষে নৌ-সেনাপতি দেখিলেন,-সন্দুখে এক নিবিড় বন —তাহা ভারতবর্ষের তালবন নহে;—এক অজ্ঞাতপূৰ্ব্ব নুতন রাজ্যের সমুদ্রসীমা ! পর্তুগাল এইরূপে যে রাজ্যের সন্ধান প্রাপ্ত হইল, তাহা এক্ষণে ব্ৰেজিল দেশ নামে সৰ্ব্বত্র সুপরিচিত হইয়াছে। একদিনে এই নূতন রাজ্য পর্তুগালের অধিকারভুক্ত হইল,-কেবল বায়ুপ্রবাহের উচ্ছজ্বল গতি এহরাগে অকস্মাৎ পৰ্ত্ত গালের সৌভাগ্যবৰ্দ্ধন করিল ! [ as On the Still of March, the king, having hcard Mass, in the Convent of Ielem, piced a consecrated banner in the hands of Cabral, wino acconianic d by eight Fanciscan Missionarics was instructed to destroy aii influels, refusing to listen to the Christianity which the Friars preachel.-Portuguese liscoveries ; P. 2'-2. t Thus the immense Empire of Brazil, the brightest jewel in
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।