পাতা:ফুলের ফসল.djvu/১০০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

রবি সে ডুবিল, উঠিল না,
তোমারি মাধুরী ফুটিল না,
সমুখে নিশার অন্ধ প্লাবন,
পিছনে মেঘের কালিমা-রাশি
ফুটিলে না তবু ঝরিবে
মুকুল-জীবনে মরিবে
অস্ত-খণের ক্ষণিক কিরণে
তবু মৃদু হাসি উঠিছে ভাসি!
একি আকুলতা! পুলকে
দুলিছে সাঁঝের আলোকে!
মেঘের নয়ন এল ছলছলি,
তবু তুমি একি হাসিছ হাসি!


নীলপদ্ম

আমি দেবতার অনিমেষ আঁখি
জেগে আছি দিনযামী,
আমি কামনাব নীল শতদল
মর্ত্ত্যে এসেছি নামি’!
সৌরভে মম আকুল পাথারে
নাবিকেরা পায় দিশা,

৮৫