পাতা:ফুলের ফসল.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


ওগো শতদল! আজিকে কেবল
সব কোলাহল ভোলা,
রাঙা টুক্‌টুক্‌ পাপড়ি ঝিনুক
নিভৃতে ভরিয়া তোলা!
জ্যোৎস্না-মাখানো মরালের পাখা
আঁখি মেলে আজ তারি পানে তাকা,
বর্ষা চুকায়ে বিজুলি লুকায়ে
শাদা মেঘে চোখ বোলা;
(আজ) সীস্‌ মহলের সকল তলের
সকল ঝরোখা খোলা!


অবসান

আলো ফুরায়, কমল্‌ গো তোর আয়ু ফুরায়!
ব্রজের বাঁশী বাজে সে আজ কোন্‌ মথুরায়!
বলক ওঠে তপ্ত হাওয়ায়,
পলক নাহি চক্ষেতে, হায়!
ঝরা পাতায় ঘূর্ণা সে আজ তবু ঘুরায়!
আলো ফুরায়!

৮৮