এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
দেখ্ছে মৃণাল নিজের ছায়া দেখছে মলিন মুখে,
পদ্মফুলের পাপ্ড়ি শুকায় পদ্মপাতার বুকে!
ভরসা কিছু নাই,
ধোঁয়ার সাথে সন্ধি ক’রে ঝরছে শুধু ছাই।
আকাশ জোড়া আঁখির কোলে জম্ছে কালে দাগ,
বইছে বাতাস কুণ্ঠাভরা দীনের অনুরাগ!
ফিরে সে পায় পায়,
চাইলে চোখে সঙ্কোচে সে চম্কে সরে যায়!
ডাগর গুছি কনক-রুচি কনক-চুড়া ধান,
ওই পরশে কেঁপে কেঁপে হ’চ্ছে ম্রিয়মাণ;
শির্শিরে সেই বায়,
ক্ষেতের হরিত কুজ্ঝটিকা ঝাপ্সা চোখে চায়!
তেঁতুল ঝোপে ডাক্ছে ঝিঁঝি, ঝিমিয়ে আসে মন,
মিলিয়ে আসে দীঘির জলে আলোর আলেপন;
সূর্য্য ডুবে যায়,
সন্ধ্যামণি নোয়ায় মাথা সন্ধ্যামুনির পায়!
হাওয়ার মত হাল্কা হিমের ওঢ়ন দিয়ে গায়,
অন্ধকারে বসুন্ধরা শূন্য চোখে চায;
তারার আলো দূর,
কণ্ঠভরা বাষ্প, আঁখি অশ্রু-পরিপূর।
৯৩