এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
দাঁড়াও, দাঁড়াও, তরুণ অধরে
চরণ তোমার চুমি।
ধূলির নিকটে ফুটায়েছ তুমি
প্রথম চাঁদের কলা,—
শকুনের পাখা কুয়াসায় ঢাকা
বনের শকুন্তলা!
চ’লে যেয়োনা গো নিঠুরের মত
কঠোর করিয়া প্রাণ,
তোমার পূজায় একটি কুসুম,—
একটি জীবন দান।
সে জীবন অতি ক্ষুদ্র জীবন,
সুষমা নাই সে ফুলে;
নিরালার মাঝে সঙ্গী সে তবু,
আলো কুহেলির কুলে।
ওগো সহৃদয়! মদেকসদয়!
দাঁড়াও দাঁড়াও তুমি;
কুণ্ঠিত কুঁড়ি ধন্য হইবে
তোমার চরণ চুমি’।
৯৭