পাতা:ফুলের ফসল.djvu/১১৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

মধুর হেসে সুন্দরী সে বেড়ায় একা একা,
মূর্চ্ছা হেনে বেড়ায় গো নির্জ্জনে!


ফুলশয্যা

মিলন ফুলশয্যা হ’বে কুড়িয়ে-আনা ফুলে,
ছিঁড়ে কারেও নিতে যে জল আসে আঁখির কুলে!
যদি গো কেউ আপন বেসে
আপনি আসে মধুর হেসে
যত্নে নেব তারেই আমি বুকের ‘পরে তুলে,
মোদের ফুলশয্যা হ’বে শিউলি-বকুল ফুলে।

মোদের ফুলশয্যা হ’বে রাঙা গোলাপ ফুলে,—
পাপড়িগুলি পড়বে যখন আপনি খুলে খুলে!
নইলে সাধের সোহাগ যত;
ঠেকবে অপরাধের মত;
মিলন-রাতি কারা সাখী করব না তো ভুলে,
মোদের ফুলশয্যা শুধু আপনি-ঝরা ফুলে!

১০০