পাতা:ফুলের ফসল.djvu/১১৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

প্রাণ-পুষ্প

আমার পরাণ  যেন হাসে,
ফুলেরি মতন  অনায়াসে;
চাঁদের কিরণতলে,
বরষার ধারা জলে,
শিশিরে কিবা  সে মধুমাসে;–
ফুলেরি মতন  অনায়াসে।
সব সঙ্কোচ শোক
কুণ্ঠা শিথিল হোক্‌,
আপনারে মেলিয়া বাতাসে,
নবনীত-নিরমল
খুলিয়া সকল দল
সার্থক হোক্‌ মধু-বাসে;—
ফলেরি মতন অনায়াসে।


পারিজাত

এ পারে সে ফুট্ল‌ নারে ফুটল না—
ও পারে যে গন্ধে করে মাত;—
ও পারে যার রূপ কখনো টুট্ল‌ না,—
নামটি—ও যার নামটি পারিজাত!

১০৪