পাতা:ফুলের ফসল.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

চোখে কত কথা করে ফুটি-ফুটি,
মু’খানিতে কত হাসি লুটোপুটি,
কত ফাগুনের কাহিনী এনেছে,
ওগো, সে শুনিবি না কি?
কিরণ দোলায় সে
মৃদু  বায়ুভরে দুলিছে
ঘন পল্লব-সিন্ধু-লহরে
মুকুতার ছবি আকি’!
কত কথা যেন চাহে সে সুধাতে,
কি বারতা যেন এসেছে শুনাতে,
ধুলি-পিঞ্জর খুলি’ কৌতুকে
এসেছে মৌন পাখী।


কুঁড়ি

জড়সড় কুঁড়িটি আজ কে গো ফোটালে!
কোন্‌ চাঁদে আজ চুমা তোমার দিলে কোন্‌ গালে!
কোন পরীতে ও মুখ চেয়ে
উড়ে গেল কি গান গেয়ে!
কোন সরিতে উঠ্‌লে নেয়ে! কি রূপ লোটালে!