এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
মহুয়া ফুল
যায় যে ব’য়ে ফাগুন-রাতি, কই গো রাজবালা!
আমায় নিয়ে গাঁথবে না। আর স্বয়ম্বরের মালা?
রসে ভরা ফলের মতন নিটোল সোনা ফুল,—
ধূলায় শেষে ঝরব? হব’ ধূলার সমতুল?
ফলের পরিপূর্ণ ছাঁদে শোভন আমার কায়,
সফল করি সোনার স্বপন, ভুলছ কি তা’? হায়!
কাঁচা সোনার কৌটা আমি রসেতে ভরপূর,
তোমার মত হে সুন্দরী মদির-সুমধুর।
মনে যারে ধরবে তোমার চাইবে যারে মন,
তোমার হ’য়ে তারেই আমি করব আলিঙ্গন,
সরম তোমার রইবে অটুট পূরবে আকিঞ্চন,
আমায় দিয়ে হ’বে তোমার আত্ম-নিবেদন।
কন্যা! আমি সকল দিকে তোমার সমতুল,
বাহিরখানি ফলের মতন, মরমখানি ফুল!
ফাগুন রাতি যায় পোহায়ে কই গো তুমি কই?
স্বয়ম্বরের মালার মোতি—ধূলার শরণ লই!
৯