পাতা:ফুলের ফসল.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল



জ্যোৎস্নায়

আমার পরাণ উথলিছে আজি
না জানি কিসের হরষে!
সারা তনুখানি উঠিছে শিহরি’
অজানা এ কার পরশে!
কলঙ্কী চাঁদ হাসিয়া, আমায়
ঘরের বাহির করিবারে চায়,
দেবতার প্রিয় সুধা সে আমারি
অঙ্গ প্লাবিয়া বরষে!


গান

মুকুলের মুখ আলগা হ’ল
হালকা হাওয়াতে!
সাগরের বুক উঠল দুলে
চাঁদের চাওয়াতে!
আপন-ভোলা স্বপন এসে
সকল পণই গেল ভেসে,
ভেসে গেল নন্দনেরি
বনচ্ছায়াতে!

১০