এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
গান
আজি এই সাঁঝের হাওয়ায়
দুলে ওঠে ফুলের ভুবন!
দুলে ওঠে ফুলের সাথে
ফুলের মত মঞ্জুল মন!
এত ফুল কোথায় ছিল?
কোথায় ছিল এত হাসি?
উধাও-করা ফাগুন-হাওয়া,
সোহাগ-ভরা জ্যোৎস্নারাশি!
প্রাণে আজি লাগ্ছে মোহ,
কে যেন কী রাখ্ছে গোপন!
স্বপন আজি ফলবে বুঝি
মিল্বে বুঝি দুর্লভ ধন।
অশোক
মুকুল-ভোজী কোকিল এল কুঞ্জে!
ভ্রমর পাতি দিবস রাতি গুঞ্জে।
মুঞ্জরিয়া উঠিনু মোরা হর্ষে
অরুণ-রাগে তরুণ আলো স্পর্শে।
এসেছে পিক অরুণ তার নেত্র!
অশোক ফুলে অরুণময় ক্ষেত্র!
১২