এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
শীতের সাথে শোকের স্মৃতি নষ্ট
তরুণ আজি,—ছিল যা’ কীটদষ্ট;
রসের লীলা চলেছে দিবারাত্রি!
পাটল পথে মিলেছে প্রেম-যাত্রী!
হরিতে শোক অশোক ফুটে পুঞ্জে।
মুকুল-ভোজী কোকিল এল কুঞ্জে।
গান
কেন নয়ন হয় গো মগন
মঞ্জুল মুখে।
কেন হৃদয় ভিখারী হয়
রূপের সমুখে?
মর্ত্য মাহষ চাদের লোভে
কেন মরে মনের ক্ষোভে
বুকে ধরে বিদ্যুতেরে
হায় সে কোন সুখে!
ধারা
ওগো এমনি ধারাই হয়!
ফুলের যখন হয় প্রয়োজন
ফাগুন-হাওয়াই বয়!
১৩