পাতা:ফুলের ফসল.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

তৃষ্ণা-করুণ বাজলে কেকা
শূন্যে ফোটে স্নেহের লেখা,
চুম্বনেরি চমক লাগে
আকূল ভূবনময়!


জ্যোৎস্না-মেঘ

জোছনা-ঝরানো ভুবন-ভরানো
ওগো চাঁদ! ওগো জ্যোৎস্না-মেঘ!
আলোক প্লাবনে গগনে, পবনে,—
ভুবনে ধরে না পুলকাবেগ!
জোছনা-বরষা নামিল গো,
তিতিল সকল দেশ।
ভরিল নিখিল ভাগিল গো
ধরিল নূতন বেশ!
ঘুম-ঘোরে কত স্বপন-মুকুল!
পুলকে মেলিল আখি আধেক!

১৪