পাতা:ফুলের ফসল.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

গান

চাঁদেরি মত চির সুন্দর সে
চাঁদেরি মত চিরদিন সুদূরে!
সুধা বরষে শুধু হাসে হরষে
সুন্দর সে—হেসে চায় মধুরে!
চিরদিন সুদূরে!
তারে ধরিতে নিতি পাপিয়া এসে
রেশ্‌মী সোপান গাঁথে সুরের রেশে!
ফাল্গুনী বায়ে সে যে ফিরায় পায়ে,
— গুণগুণিয়া শুধু রুণ রুণিয়া—
দিন দুনিয়া কাঁদে তার নূপুরে!


অনুরোধ

মোহন মুহুমুহু কেন সখী চায়?—
মানা ক’রে আয়!
(আমি)  পরাণ ভরি নারি দেখিতে যে তায়,—
লাজে মরি, হায়!
গুপ্ত আরতি মম গোপনে সে রাখি রে,
সে এসে চাহিলে মুখে বসনে সে ঢাকি রে!
নয়ন-মন মম তবু তারি পায়!

১৫