এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
যদি
যদি কুসুম-শরে হৃদয় বেঁধে
তবে কেঁদ না,
সে যে ফুলের স্থখ-পরশ মাঝে
মৃদু বেদন।
সে যে দিনের দাহে কুঞ্জ-ছায়ে
স্বপ্ন আনে বিভোল বায়ে,
ঘুমের শেষে আলোর দেশে
আাধ-চেতন।
স্বপ্নময়ী
স্বপনের মত এসে চলে যাও,
রেখে যাও মনে আবেশখানি।
নয়নের কোণে হেসে চলে যাও,—
মূল্য তাহার আমিই জানি।
জোছনা সমুখে থমকি দাড়ায়,
বনের কুস্থম মুখানি বাড়ায়,
তরু-পল্লবে পলক পড়ে না,
পার্থীর কণ্ঠে মিলায় বাণী;
ফাগুনী হাওয়ায় ভেসে চলে যাও
পরাণে পিয়াও অমিয়া ছানি’।
১৭
২