পাতা:ফুলের ফসল.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

চোখে চোখে

চোখে চোখে মিলন হ’লে
মুখে ফোটে হিরণ হাসি!
শিউলি ফুল আর ভোরের তারার
মতন ভালোবাসাবাসি!
যদি সে কথা না কয়,
না যদি হয় পরিচয়
তবুও নিতান্ত আপন
গোপন প্রাণের কিরণ-রাশি।


গান

যদি তোমার চোখের আলোয়
কোথাও ফোটে সুখের হাসি,
ধন্য তবে জীবন তোমার
তোমার পথে ফুলের রাশি।
তোমার স্মৃতি তোমার গীতি
কোথা ও যদি জাগায় প্রীতি
তবে দুখের ফণায় বসি’
সুখের সুরে বাজাও বাঁশী।

১৮