এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
মনের চেনা
মন যারে চেনে নয়ন চিনায়
সেই সে আমার পরাণ-বঁধু;
পাত্রে পাত্রে নাই সুধা, হায়!
পুষ্পে পুষ্পে নাহিক মধু।
নয়ন নয়নে নাহি উল্লাস
সকল তারায় নাহিক শোভা;
অধরে অধরে নাহিক তিয়াষ,
তরুণ জনের পরাণ-লোভা!
মন চেনে শুধু সে দু’টি নয়ন
যে নয়নে হাসে প্রাণের আলো,
হিয়ার মিলন হোক সে ক্ষণিক
ভালোর আলোর কণাও ভালো;
সেই অমরতা সেই বাঞ্ছিত
নন্দন-বন-কুসুম-মধু;—
অমৃত-সিন্ধু-সলিল-বিন্দু
মরমে বরষে অমর বধূ!
১৯