পাতা:ফুলের ফসল.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

গান

আমার  পরাণ ঘিরি’ ফুট্‌ল কুসুম
তোমার হাসিতে,—
তোমার চোখের সিগ্ধ-সরস
জ্যোৎস্না-রাশিতে!
নন্দনেরি মন্দার-হার
লুটায় যেন অঙ্গে আমার,
অজানা আনন্দে হৃদয়
রহে ভাসিতে!


নীরবতার নিবিড়তা

ভালোবাসে কি না কেন সুধাইবি, আঁখি-জলে, ওরে
সুধাস্ নে;
ক্ষীণ আলোখানি ঘরের বাহির করিস্ নে, ঝডে
নিভাস্ নে।
নত মুখে যায় আঁখি-কোণে চায় প্রাণে নেবে এঁকে
মূরতি যেন,
তরুণ অধরে হাসিটি মিলায় বরিষার মেঘে
রশ্মি হেন!

২০