পাতা:ফুলের ফসল.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

আপন ভুলি’—হায়—দু’আঁখি তুলি’
উছলি’ চলি—খোলা—ঝরোখা ‘পরে।
হায়? বারণ করে।
বাদর ঝরে—বল—তাহে কে ডরে?
সাগরে ভাসি”—কেবা—শিশিরে মরে?
কঠোর স্বরে—তবু—বারণ করে,
ভুবনে ফিরি—আমি—স্বপন ভরে!


আপন হওয়া

তোরা  জানিস কি নিতান্ত পরের
আপন হওয়ার সুখ?
তোদের  উদাস আঁখি কারেও দেখি’
হয় নি কি উৎসুক?
নূতন প্রেমের নূতন সুখে
হাসি দেখা দ্যায় নি মুখে?
পূর্ণ চাদের আলোয় তোদের
পূরে নি কি বুক?

২২