এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
বাঁশী
আমি জানি না বাঁশীতে কি যে আছে, সখা
পথের পথিক বঁধু!
কোন্ গোপন মনের দুখ-সুখ-মাখা
হৃদি সঞ্চিত মধু!
সে যে অধর-পরশে চকিতে জাগিয়া
ফুকারি উঠিছে ডাকি;
ওগো বাঁশীর মাঝারে ধ’রে কি রেখেছে
ভুবন-ভুলানো পাখী?
সে যে সোহাগ-পাগল দুলালের মত
অভিমানে ফুলে' ফুলে’
হায় আমারি পরাণ-পিঞ্জর ’পরে
বার বার পড়ে ঢুলে।
তার তানে যে এখনো উঠিছে উলষি’
কাননের কলহাসি,
তার সুরে মুহুমুহু মহুয়া ফুলের
নেশা উঠিতেছে ভাসি’,
ওগো লুকায়ে তাহারে রেখো না নিভৃতে,
আমরা নেব না ধরি’;
তারে মুক্ত সমীরে ছেড়ে দাও ফিরে
নহিলে যাবে সে মরি’।
২৩