পাতা:ফুলের ফসল.djvu/৩৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

সে যে  চঞ্চু হানিয়া পরাণ-পুষ্পে
লাজে স'রে গেল ধীরে,
সে যে  না জেনে দু'আঁখি করেছে সজল,
আহা সে আসুক ফিরে।
ওগো  শুধু একবার জাগাও তোমার
বাঁশী-বাসী পাখীটিরে,
ওগো  স্বর্গসুখের সুষমা আবার
লাগুক হৃদয়-তীরে।
ফিরে  নয়নে লাগুক স্বপনের নেশা
তপ্ত ললাটে হাওয়া,
আমি  না পেয়ে পাব গো পরাণে পরাণে
চেয়ে যা' যায় না পাওয়া।
মোর  মনের কামনা প্রাণের বাসনা
মুরতি ধরিছে আজি,
মোর  যত ভোলা গান পেয়ে নব প্রাণ
আকাশে উঠিছে বাজি'!
বঁধু  একি করিলে গো বাঁশীরে জাগায়ে
পথের পথিক, সখা!
মোর  পিঞ্জরাহত পরাণ-পাখীর
চঞ্চল হ'ল পাখা।
হায়  সুদূর অতীতে এমনি একদা
বাঁশরী বাজায়ে পথে,

২৪