পাতা:ফুলের ফসল.djvu/৪০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

মোরে  উন্মাদ ক'রে কে যেন গিয়েছে;
সে অবধি কোনো মতে
আমি  পারি না বাঁধিতে হৃদয় আমার
মন ছুটে বাতায়নে,
শুনি  উঠিতে বসিতে বাঁশী চারি ভিতে
ঘুম নাহি দু' নয়নে।
সে যে  কাননে বাজিছে মর্ম্মর রবে
কল্লোল নদীজলে,
সে যে  গগনের তলে গানে কোলাহলে
ধ্বনিছে শতেক ছলে;—
তাই  উন্মনা আমি তৃষিত নয়নে
দুয়ারে ছুটিয়া আসি;—
ওগো  গগনে, পবনে, পরাণে আমার
নিয়ত বাজিছে বাঁশী!
ওগো  পথের পথিক! ওগো সখা মোর!
কি বাঁশী আনিলে, বঁধু।
মোর  নয়নে ভরিয়া উঠিল সলিলে,
একি বিষ! একি মধু!

২৫