পাতা:ফুলের ফসল.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

আজকে দেশে ফিরতে হবে আমায় গো
কোথায় তুমি চারু-চোখের-দৃষ্টি!
এস বারেক আমায় দিতে বিদায় গো,
দৃষ্টি করুক প্রসাদী ফুল বৃষ্টি।

প্রাণের এ ডাক শুনতে কি গো পেলেই না?
প্রাণের এ ডাক পৌঁছাল না মর্ম্মে?
চারু চোখে চাইলে না আর এলেই না?
না জানি ডাক পৌঁছাবে কোন্‌ জন্মে।


বিরহী

গাঙে যখন জোয়ার আসে
থেকো তুমি সাগরে;
ওই পরশে সরস বারি
মাখব অঙ্গে আদরে।
হারা আমার হিয়ার টানে
চেয়ো বারেক তারার পানে,
পড়ব দোহে দোঁহার লিপি
আকাশ-ভরা আখরে!

২৯