পাতা:ফুলের ফসল.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


হায়  আপন জনে বুকে টেনে
পাইনে খুঁজিয়ে!
তপ্ত ধারা মোচন করি
চক্ষু বুজিয়ে!
সেই  অশ্রু নিয়ে পূর্ণিমা-চাঁদ
অঙ্গে মেখেছে!
ঘূর্ণি লেগেছে!

আজ  চোখের আগে কেবল জাগে
মৌন দু’আঁখি!
পাতার রাশে পাতার বরণ
বল্‌ছে কী পাখী!
ওগো  অকুল সাগর মথন করে
কি ধন জেগেছে!
ঘূর্ণি লেগেছে!


চৈত্র হাওয়ায়

এই  চৈত্র হাওয়ায় চেতন পাওয়া
মন্দ নয়,—
যখন  চাঁদের আলোর অঙ্গ ব্যেপে
চন্দনেরি গন্ধ কয়!

৩১