পাতা:ফুলের ফসল.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

তাই



আমি  তাইতে বলি গোলাপ কলি
আজ কেন উৎসুক।
তার  বুকের নীড়ে এল ফিরে
হারানো কোন সুখ!
আজ  কোকিল ডেকে বল্‌লে তারে,—
আর  ঘোম্‌টা দিতে হবে না রে
ওই দেখা যায় বসন্তেরি
প্রসন্ন সেই মুখ!
শীতের শাসন টুটেছে আজ
মৌনী হিয়ার ছুটেছে লাজ,
গুঞ্জরিছে গোপন পুলক
মুঞ্জরে কৌতুক!


গোলাপ

আমি ছিনু শোভাহীন নিঃস্ব মরুদেশে,
আমি ছিনু বাব্‌লার সাথী,
প্রেমিক পথিক এসে মোরে ভালোবেসে
আমারে ফুটালে রাতারাতি!

৩৩