পাতা:ফুলের ফসল.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল



গান

বঁধু আমার শুধু তুমি
নয়ন তুলে চাও;
তোমার মধুর দৃষ্টি, আমার
দৃষ্টিতে মিলাও!
সোহাগ, হাসি, মধুর বাণী,
ভাগ্যে আমার নাই সে, জানি;
আঁখির সাথে আঁখির মিলন
ঘটবে না কি তাও!


জলের আল্‌পনা

জলে এঁকেছিলাম ছবি—
লুকাল সে এক নিমিষে;
নয়ন-জলে এঁকেছি যায়
সে ছবি হায় লুকায় কিসে!

৪১