পাতা:ফুলের ফসল.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

গান

আহা কারে দেখে আঁখিতে আর
পলক পড়ে না?
সে তো  চলে গেল চেয়েই,– যেন
নাহিক চেনা!
বাধা পেয়ে মনের কথা
রয়ে গেল মনেই গাঁথা,
অভিমানে অন্ধ হিয়া,
অশ্রু ঝরে না!


মধু ও মদিরা

বাঞ্ছিত ধন পেলেনা? তবু তো
সঙ্গী পেয়েছ, হায়!
মধু মিলিল না? পাত্র তোমার
ভরি’ লহ মদিরায়!
ব্যথার চিহ্ন দিয়োনা লাগিতে,
অশ্রু নিবারো উতরোল গীতে,
অধরের হাসি নয়নের আলো
নিবিয়া যেন না যায়।

৪৪