এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
একের অভাব
পুরাণো মোর মরম-বীণায়
এক্টি তার আর বাজেনা রে;
একটি তারের নীরবতায়
বিকল করে সকল তারে!
যে সুর বাজাই বেসুর লাগে,
কোথায় যেন কসুর থাকে;
জমে না হায় গান থেমে যায়
পরাণ-ভরা হাহাকারে।
বর্ষ-বিদায়
আমের মুকুল ঝরিয়া আজিকে মিশিছে নিমের ফুলে,
ম্লান হাসিটুকু কাঁপিছে অধরে অশ্রু আঁখির কুলে!
প্রাণ করে হায় হায়,
বরষের পথ সঙ্গে যে ছিল সে আজ চলিয়া যায়।
কত না তারার খণ্ড-জোছনা কত স্নেহ, কত প্রীতি,
কত ভ্রূণ আঁখি চেয়ে আছে কত তিক্ত-মধুর স্মৃতি;
কত আশা কত ভয়
কতই গরব, কত সে কুণ্ঠা,—ফুল-কণ্টকময়।
৫০