পাতা:ফুলের ফসল.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


ঘণ্টা পড়েছে নাট্যশালায় নূতন পর্দ্দা উঠে!
নব নব নীড় উঠিছে গড়িয়া শামুকের দেহ-পুট!
পুরাতন অবসান,
তারার কিরণ-সঙ্গমে ফিরে আজিকে পুণ্য স্নান!

নব-জীবনের বিদ্যুৎ—সে যে বেদনার বুকে খেলে,
শিকড় কাটিতে ডর নাহি যার সফলতা তারি মেলে!
মরণ মরণ নয়,
জীবন-শিখার গোপন আধারে ক্ষয়হীন সঞ্চয়।

নিমফুল আর আমের মুকুল চুমে আজ ধূলিকণা,
তিক্ত আভাসে বক্ষে ধরিছে মধুর সম্ভাবনা;
পুরাণো চলিয়া যায়,
অশ্রু-সজল মৌন পরাণ নূতনের পথ চায়।


বর্ষ-বরণ

এস তুমি এস নূতন অতিথি!
ঊষার রতন প্রদীপ জ্বালি’;
রৌদ্র এখনো হয়নি অসহ
এখনো তাতেনি পথের বালি।

৫২