এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
মধু যামিনীর মোতিহার ছিঁড়ে
ছড়ায়ে পড়েছে মহুয়া ফুল,
তোতার তুতিয়া রঙের নেশায়
বনভূমি আজ কী মশগুল্!
রেশ্মী সবুজে সাজে দেবদারু
পশ্মী সবুজে রসাল সাজে,
আরত ধারার কিশোর-গরব
সবুজের মখ্মলের মাঝে।
কত ফুল আজি পড়িছে ঝরিয়া,—
পড়ুক ঝরিয়া নাহিক ক্ষতি;
হালকা হাওয়ার দিন সে ফুরাল,
উদিল জীবনে তপের জ্যোতি।
বসন্ত আজ মাগে অবসর
যৌবন-শোভা পড়িছে ঝরি’;
চির-নবীনের ওগো নবদূত!
তোমারে আজিকে বরণ করি।
এস গো মৌন! মর্ত্ত্য-ভবনে
নীরব চরণে এস গো চ’লে,
তন্দ্রা-তরল স্বচ্ছ আঁধার
উঠিছে দুলিয়া হাওয়ার দোলে।
ওগো পুরনারী ভরি’ হেমঝারি
চন্দন-বারি ঢালো গো ঢালো;
৫৩