পাতা:ফুলের ফসল.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

শিরীষ ফুলের পেলব কেশর
আকাশে বিছায় ঊষার আলো।
এস গো নূতন! রাজার মতন
এস আলোকের চতুর্দ্দোলে;
অশোকের ফুলে বুলে মধুকর
আমের কুঞ্জে কোকিল ভোলে।
আদি প্রভাতের প্রসন্ন প্রভা
পরাণে আবার বিলাও আনি’,
ভুলায়ে দাও গো শোচন রোদন
পুরাণের পরে পর্দ্দা টানি’!
বাসি স্বপনের কজ্জল-লেখা
হয়তো নয়নে রয়েছে লাগি’,
তাম্বুল-রাগ রয়েছে অধরে,
সে ক্রটির ক্ষমা নীরবে মাগি।
মঙ্গলগরতি করিছে পাখীরা
চামেলি বরিষে লাজাঞ্জলি,
পুণ্যাহ! ফিরে এস গো জীবনে
প্রভায় ভুবন সমুজ্জলি’।
উচু স্বরে বেঁধে তুলেছি সেতার
বাজাও তাহারে যেমন খুসী,
দীপকে, বাহারে, মেঘে, মল্লারে,
কখনো হাসিয়া কখনো রুষি’।

৫৪