পাতা:ফুলের ফসল.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


কমল শুকালে সেও দ্যায় পীড়া ঘাসের বাসে,
আমরা শুকাই—ধূলা হই, তবু, গন্ধ ভাসে।

নিজে আছি পূরা নিজে মশ্‌গুল দিবস রাতি,
আমরা বকুল ছোটো ফুল,—নাই রূপের ভাতি।


আকন্দ ফুল

স্ফটিকের মত শুভ্র ছিলাম
আদিম পুষ্পবনে,
নীল হ’য়ে গেছি নীলকণ্ঠের
কণ্ঠ-আলিঙ্গনে!
বিষাদের বিষ ভরিয়া পেয়েছি
গরলের নীল রুচি,
স্থাণুর ধেয়ানে পেলব এ তনু
হয়েছে পাথর-কুচি।
রুদ্র নিদাঘে খর বৈশাখে
রুদ্রেরি পূজা করি’,
আধ-নিমীলিত পাপড়ি আমার
ঢুলু ঢুলু আঁখি স্মরি’।
নীলকণ্ঠের কণ্ঠ ঘিরিয়া
সর্পের আনাগোনা,—
আমি তারি সনে আছি একাসনে;–
পেয়েছি প্রসাদ-কণা।

৫৭