পাতা:ফুলের ফসল.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

নব পুষ্পিতা

আহা! ওইখানে তুই থাকিস্! ও জুঁই
লুকাস্‌ নে খানিক!
তোর জ্যোৎস্না-হানা হাসিতে আজ
ফুটল কি মাণিক!
নূতন যেন দেখিস্‌ ধরা,—
বিনি-মদের নেশায় ভরা!
সাঁঝের কুঁড়ি! সৌরভে তোর
ভুবন অনিমিখ্‌!


জুঁই

বরষার ধারা-যন্ত্র-ভবনে খুলেছে কল,
চল্‌ সখী মোরা তরুণ এ তনু জুড়াই চল্‌।

শিথিল ক’রে দে সবুজ আঙিয়া, আজ বিকালে,
কিসের সরম মেঘে ঘেরা এই রং মহালে?

আঁধার কানন আলো করি আয়, বন-জোসিনী!
আয় সুবাসিনী, আয় গো অমলা, সন্তোষিনী;

হৃদয়ের মধু-গন্ধ-গেহের খুলেছে চাবি,
ঘোমটা খুলিতে নয়ন মেলিতে আর কি ভাবি?

৬২