এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
“পূরবৈঞা”
বহিছে পূরব হাওয়া পূরবী তানে!
ক্লান্ত আঁখিতে সুখ-তন্দ্রা আনে!
সাঁঝের স্বপন লাগে মেঘের রাশে,
আধ-সুখে ভরে বুক আধ-তরাসে!
গুরু গরজন,
ধারা বরষণ,
হরষে রসায় তরু-লতা-বিতানে!
শ্রাবণী
নব গৌরবে রজনীগন্ধা কুসুমদণ্ড তুলিল!
শাখায় শাখায় মুখ-সৌরভে নব কদম্ব দুলিল!
আকাশে বাতাসে সলিল-কণিকা নাচে গো,
কামিনী-যুথির উরসে মরণ যাচে গো;
ঝিল্লীমুখর পল্পীভবন, স্বপ্নভুবন খুলিল!
৬৪