এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
সুখ-বেদনা
কেন ফুলের মুখে হাসি দেখে
মেঘের চোখে এল জল?
কোন্ কথা তার জাগছে মন?
বল্ তো তোরা আমায় বল্!
সত্যি কি গো সুখের ব্যথা
জাগায় প্রাণে বিহ্বলতা?
তবে সে কি নয়কো শুধুই
কাব্য-কথা–কথার ছল!
কেতকী
অৰ্ঘ্য লয়ে যুক্ত করে ঊর্দ্ধ মুখে আছি প্রতীক্ষায়,
আমারে সার্থক কর, ওগো প্রিয় মৌন-মনোহর!
কণ্টকী কেতকী আমি, ফুটেছি কাঁটার বনে, হায়,
তবুও করুণা তুমি কর মোরে ভীষণ-সুন্দর!
ফুটেছি কাঁটার বনে সাপের শাসনে করি বাস,
অজস্র অশ্রুর মাঝে দিনে দিনে হয়েছি লালিত;
চৌদিকে শ্বসিয়া উঠে ভুজঙ্গের গরল নিশ্বাস,
সদা সশঙ্কিত প্রাণ, স্পন্দমান, নেত্র মুকুলিত।
৬৬