এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
সুচির সন্ধ্যায় ঘেরা দৃষ্টিহারা ম্লান মহীতলে,
তোমারি ধেয়ানে থাকি গন্ধভরা তন্দ্রাধূপ ধরি’;
মেঘের পরাগ ঝরে, ঝিঁঝি ডাকে, জোনাকী সে জ্বলে,
কুণ্ঠিত এ প্রাণ মোর রসের রভসে ওঠে ভরি’।
সুরভি সুষম আর কাঁটা লয়ে জন্মেছি জগতে,
পেলব-পরুষ আমি, অবিদিত নহে সে তোমার,
তবুও সার্থক করি’ লও ওগো লও কোনোমতে
কণ্টকের কুণ্ঠা সনে সৌরভের গৌরব আমার।
দুধে-আল্তা
এই দুধ-পাথরের বুকে রাখ
রক্ত-কমল পা’ দুটি,
এস দুধ-পাথারের লক্ষ্মী! এস
ক্ষীর সাগরের পদ্মটি!
এস মূর্ত্তি ধ’রে নয়ন পরে
আশৈশবের কল্পনা!
এই শূন্য ঘরে পড়ুক আজি
আল্তা-পায়ের আল্পনা!
৬৭