পাতা:ফুলের ফসল.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


তার  সীঁথায় রাঙা সিঁদূর দেখে
রাঙা হ’ল রঙন ফুল,
তার  সিঁদূর টিপে খয়ের টিপে
কুঁচের শাখে জাগল ভুল!
নীলাম্বরীর বাহার দেখে
রঙের ভিয়ান্‌ লাগল মেঘে,
কানে জোড়া দুল্‌ দেখে তার
ঝুমকো-জবা দোলায় দুল;
তার  সরু সী’থার সিঁদূর মেখে
রাঙা হ’ল রঙন ফুল!

সে  যে ঘাটে ঘট ভাসায় নিতি
অঙ্গ ধুয়ে সাঁঝের আগে,
সেথা  পূর্ণিমা চাঁদ ডুব দিয়ে নায়,
চাঁদ-মালা তায় ভাসতে থাকে!
জলের তলে খবর পেয়ে
বেরিয়ে আসে মৃণাল মেয়ে,
কল্‌মী-লতা বাড়ায় বাহু
বাহুর পাশে বাধতে তাকে;
তার  রূপের স্মৃতি জড়িয়ে বুকে
চাঁদের আলো ভাস্‌তে থাকে!

৯০